অনুসন্ধানী সাংবাদিকতা - অনলাইন কোর্সে আপনাকে স্বাগত। কোর্সটি করে আপনি অনুসন্ধানী সাংবাদিক হয়ে যাবেন, এমনটি ভাবার কোনো কারণ নেই। তবে কীভাবে অনুসন্ধানী সাংবাদিকতা করতে হয়, তা জানতে পারবেন। নির্দিষ্ট প্রক্রিয়া অনুসরণ করে কীভাবে ধাপে ধাপে অনুসন্ধান করতে হয়, প্রেক্ষাপটসহ উদাহরণের মধ্য দিয়ে কোর্সটিতে সেগুলো তুলে ধরা হয়েছে। ছয়টি অধ্যায়ে বিষয়ভিত্তিক আলোচনা পাবেন।
প্রতিটি অধ্যায়ে কিছু পাঠ ও কিছু ভিডিও লেকচার রয়েছে। বিষয়গুলো কতটুকু জানতে পারলেন, কুইজে অংশ নিয়ে তা বুঝতে পারবেন। তবে সনদ পেতে হলে আপনাকে প্রতিটি অধ্যায়ের শেষে থাকা মূল্যায়ন কুইজে অংশ নিয়ে সেখানে ৭০ শতাংশ নম্বর নিশ্চিত করতে হবে। মোট ছয়টি মূল্যায়ন কুইজের নম্বর যোগ করে নির্ধারিত হবে আপনার চূড়ান্ত ফল।